1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজারে একই দিনে পৃথক সড়ক দূঘটনায় দুইজন নিহত, একজন ব্যবসায়ী অপরজন চাকরিজীবী  - দৈনিক আমার সময়

কক্সবাজারে একই দিনে পৃথক সড়ক দূঘটনায় দুইজন নিহত, একজন ব্যবসায়ী অপরজন চাকরিজীবী 

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি 
    প্রকাশিত : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

দূর্ঘটনায় প্রাণ গেল মোবাইল কোম্পানি অপ্পোর সেলস অফিসার রায়হান, অপরজন তারকা মানের হোটেল ওশান প্যারাডাইজের নিরাপত্তারক্ষী ইমাম উদ্দিনের।

 

কক্সবাজারের রামুতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হয়েছে।

 

সোমবার (১৭ মার্চ)  বিকাল তিনটার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার পানেরছড়া এলাকায় এ দূর্ঘটনায় ঘটে। এতে নিহত মো. রায়হান (২৫) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে।

 

এ দূর্ঘটনায় বাস ও সিএনজির আরও চারজন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন বলে জানা গেছে। রামু ক্রসিং হাইওয়ে থানার একটি দল খবর পেয়ে দূর্ঘটনাস্থলে যান এবং আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

 

জানা গেছে, নিহত রায়হান উখিয়া উপজেলার কোটবাজার স্টেশনে মোবাইল ফোন বিক্রয় প্রতিষ্ঠানের মালিক। তিনি দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

 

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী এ ঘটনায় যুবক মো. রায়হানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

একই দিন ইফতারের পর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কক্সবাজার শহরের কলাতলির ওশান প্যারাডাইজ হোটেলের সামনের প্রধান সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ইমাম উদ্দিন নামে আরেক জন নিহত হয়।

 

নিহত ইমাম উদ্দিন তারকা মানের হোটেল ওশান প্যারাডাইজের নিরাপত্তাকর্মী।

 

জানা যায়, ইফতার শেষে মাগরিবের নামাজে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় ইমাম ইমাম উদ্দিন নিহত হন। প্রত্যক্ষদর্শীর বরাত ও সিসি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, রাস্তা পারাপারের জন্য ইয়াম  প্রথমে ফুটপাতে কিছুক্ষণ দাঁড়ায়। পরে রাস্তা পারা হতে গেলে কলাতলি থেকে আসা দ্রুতগতির বেপরোয়া  মোটরসাইকেল ধাক্কা দিলে প্রায় ১০ গজ দূরে গিয়ে পড়ে ইমাম। পরে সেখান থেকে ওশান প্যারাডাইজের অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

 

হোটেল ওশান প্যারাডাইজের পাবলিক রিলেশনশিপ অফিসার সাঈদ আলমগীর বলেন, ইফতারের পর নামাজের জন্য বের হয় ইয়াম উদ্দিন। মসজিদে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় কলাতলি থেকে আসা বেপরোয়া গতির মোটরসাইকেল ইমামকে ধাক্কা দেয়। ধাক্কায় ইমাম অনেক দূরে গিয়ে পড়ে। এসময় হোটেলের অন্য কর্মীরা দৌঁড়ে এসে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ইমামকে মৃত্যু ঘোষণা করে।

 

ইমাম আহমেদের বাড়ি সিলেটের সুনামগঞ্জে। তিনি দীর্ঘদিন ধরে হোটেল ওশান প্যারাডাইজে নিরাপত্তারক্ষী হিসেবে নিয়োজিত আছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com