1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজারে আসছেন ডাঃ শফিকুর রহমানস্বা গত জানিয়ে ঈদগাঁওতে মিছিল ও সমাবেশ - দৈনিক আমার সময়

কক্সবাজারে আসছেন ডাঃ শফিকুর রহমানস্বা গত জানিয়ে ঈদগাঁওতে মিছিল ও সমাবেশ

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।
    প্রকাশিত : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

৮ ফেব্রুয়ারি আমিরে জামায়াত জননেতা ডাঃ শফিকুর রহমান এর কক্সবাজার আগমন উপলক্ষে ঈদগাঁওতে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশাল স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখা বিকেলে এ মিছিলের আয়োজন করে।

 

এতে নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর। বাজারের দারুল ফাতাহ একাডেমী থেকে মিছিলটি শুরু হয়ে মাছ ও তরকারি বাজার সড়ক হয়ে বাঁশঘাটা  এলাকা প্রদক্ষিণ করে। সেখান থেকে গোমাতলী সড়ক হয়ে বাস স্টেশন- টু- গরুর বাজার প্রদক্ষিণ করে। পরে বাজারের ডিসি রুট হয়ে এ মিছিল শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।

 

এতে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের সঞ্চালনায় আমীরে জামায়াতের কর্মী সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন। সমাপনী বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী।

 

মিছিল এবং সমাবেশে উপজেলা জামায়াত নেতা মাওলানা সৈয়দ নুর হেলালি, মাস্টার সৈয়দুল আলম হেলালী, মাওলানা ফাজেল ইবনে শরীফ, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি তৈয়ব উদ্দিন, সেক্রেটারি জয়নাল আবেদীন, সাবেক সভাপতি কামাল পাশা,  আদর্শ শিক্ষক পরিষদ ফেডারেশনের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মনজুর আলম, শিবির নেতা লাইক ইবনে ফাজেল সহ উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ইউনিটের জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ সহ কর্মী- সমর্থকরা অংশ নেন।

 

বক্তারা বলেন, জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে উপজেলা জুড়ে সাজ সাজ বিরাজ করছে। ইতোমধ্যে সকল ধরনের যানবাহন বুকিং হয়ে গেছে। কর্মী সম্মেলনের নির্ধারিত দিন আগামী শনিবারে উপজেলা বাসি সতস্ফূর্তভাবে শত শত যানবাহন নিয়ে এ সম্মেলনে যোগদানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com