কক্সবাজারের বর্ষিয়ান সাংবাদিক
কক্সবাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রিয়তোষ পাল পিন্টু আর নেই।
তিনি ২৪ সেপ্টেম্বর কলকাতা সময় রাত সাড়ে ৮ টা, বাংলাদেশ সময় রাত ৯ টায় ভারতের কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা সদন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন।তাঁর বয়স হয়েছিলো ৬৯ বছর। মৃত্যুকালে ১ কন্যা ১ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। প্রয়াতের পুত্র অনিন্দ্য পাল শুভ আর কন্যা অনন্যা পাল বীথি কলকাতায় অবস্থান করছে। প্রয়াতের পুত্র অনিন্দ্য পাল শুভ জানিয়েছেন, মরদেহ হাসপাতালে আছে, সোমবার দুপুরের মধ্যে কলকাতার কাশিপুর মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হবে। অসু্স্থতাজনিত কারণে তিনি দীর্ঘদিন কলকাতার বারাসাত এলাকায় অবস্থান করছিলেন।
প্রিয়তোষ পাল পিন্টু দৈনিক সংবাদ, দৈনিক বাংলার বাণী, দৈনিক পূর্বকোণসহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় কাজ করেছেন। তিনি কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের প্রথম সভাপতি। এবং ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন তিনি। সততা আর ন্যায় নিষ্ঠতার গুনে তিনি ছিলেন দৃষ্টান্তপ্রতিম ব্যক্তিত্ব।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কক্সবাজার প্রেসক্লাবের পক্ষে সভাপতি মোঃ আবু তাহের, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের পক্ষে সভাপতি মোঃ আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল। এছাড়াও কক্সবাজারে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply