1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
ওসি আলী ইফতেখার হাসান হলেন পুলিশ এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি - দৈনিক আমার সময়

ওসি আলী ইফতেখার হাসান হলেন পুলিশ এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি

শাহ্ আলম
    প্রকাশিত : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
 বাংলাদেশ পুলিশ এ্যাসোসিয়েশনের ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হলেন ওসি আলী ইফতেখার হাসান। পুলিশ সদস্যদেরকে  নিয়ে গড়া সংগঠন, বাংলাদেশ পুলিশ এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি করা হয়েছে মোহাম্মদপুর থানার ‘জনবান্ধব ওসি’আলী ইফতেখার হাসানকে।
গত কাল শনিবার (৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনস্থ বাংলাদেশ পুলিশ এ্যাসোসিয়েশনের সভাকক্ষে উপস্থিত সদস্যদের সর্বসম্মিতক্রমে  কার্যনির্বাহী পরিষদের বর্তমান কমিটি বিলুপ্ত করে কার্যনির্বাহী পরিষদের  কমিটিটি পুনঃগঠিত হয়।
নতুন কমিটির সভাপতি হিসেবে  পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাভার-আশুলিয়া জোনের ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মনিরুল হক ডাবলু।
নতুন কমিটিতে ৭ সদস্যকে অন্তর্ভুক্ত করে মোট ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কার্যনির্বাহী পরিষদের কমিটিতে রয়েছেন, সহ-সভাপতি মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান, ডিবির পরিদর্শক ইমাউল হক, যুগ্ম সম্পাদক কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান, র্যাব সদরদপ্তরের পুলিশ পরিদর্শক মো. আশিকুর রহমান, পুলিশ পরিদর্শক, গাজীপুর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. সালাহউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, বিশেষ শাখার (এসবি) পুলিশ পরিদর্শক খান মো. মাসকোয়াত হোসেনকে দপ্তর সম্পাদক এবং ডিবির পুলিশ পরিদর্শক মো. হাসান আলীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক ঘেষনা করা হয়েছে।
সংগঠনকে সার্বিকভাবে সহায়তা করার জন্য পুলিশ পরিদর্শক (অব.) মো. মাহববুর রহমান, ডিবির পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক, ডিএমপির পিআর অ্যান্ড এইচআরডির পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসানকে উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।অতি শিগ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।
ওসি আলী ইফতেখার হাসানের কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি আবেগে আপ্লুত হয়ে বলেন, আমি সর্বপ্রথম শ্রদ্ধা ও ভালবাসা জানাই, যারা আমাকে সমর্থন দিয়ে এই বিশেষ পদে ভূষিত করেছেন, তাদের সবার কাছে আমার সহমর্মিতা ও সহযোগীতার অনুরোধ থাকবে, যেনো উক্ত পদে থেকে আমি সকল পুলিশ সদস্যদের জন্য  কল্যাণকর কিছু করতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com