জ্যৈষ্টের পড়ন্ত দুপুর, মেঘাছন্ন আকাশ সবই যেনো প্রকৃতির অপরুপ খেলা। তার উপর ব্যস্ততার এই জীবনে সকল বন্ধুদের সাথে সাক্ষাত, অনেকটাই অকল্পনীয়। ব্যস্ততার এ জীবেনে অনেকেই ভুলে যান তার বাল্যকাল, বিশেষ করে স্কুল জীবনটাকে। রোববার (৮ জুন) আনন্দ, উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু হয়েছে। বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দুই দিন ব্যাপী ডে ও নাইট এ বিশাল ফুটবল খেলা ও মিলন মেলায় বন্ধুদের সাথে সাক্ষাতের দিন-ক্ষনটা আয়োজন করা হয়। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখ-সাক্ষাৎ হওয়ার এই দিনটিতে স্মৃতিকাতর হয়ে পড়েন তারা। জেলা শহরের প্রাণকেন্দ্রে খ্যাতনামা প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষক এবং প্রাক্তন শিক্ষার্থীরা ও সমাজসেবা উন্নয়নমূলক সংগঠনের তাদের প্রাণের প্রতিষ্ঠানের পরিবেশ এবং পরিস্কার-পরিচ্ছন্নতা দেখে খুবই আনন্দিত। অনুষ্ঠান উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপি আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক সমাজসেবক কাজী মুজিবুর রহমান ও টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মৃধা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মির্জা জহীরুল হক, শিক্ষক নরোত্তম দেবনাথ ও প্রাক্তন ছাত্র জাতীয় সাংবাদিক সংস্থা‘র জেলা সভাপতি ও পিরোজপুর প্রেসক্লার এর আজীবন সদস্য হাসান মামুন প্রমুখ।
এসময় প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের পরিবেশ এ মুহূর্তে জেলার শীর্ষে। শিক্ষার্থীরা যথেষ্ট সুশৃংখলা। বিদ্যালয়ের ক্যাম্পাসে রাজনীতি নেই, মোবাই ব্যবহার নিষিদ্ধ, কিশোর গ্যাং নেই। ৬ জন মাস্টার ট্রেনার সহ বিশ জন দক্ষ শিক্ষক কর্মরত। প্রধান শিক্ষক বিদ্যালয়ের অবকাঠামগত কিছু সমস্যার কথা বলেন। যেমন-অফিস ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পরিত্যক্ত ঘোষণা করা, মাঠ বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়। দুই ভবনের মধ্যে সংযোগ সড়ক নেই, দোতালায় ওয়াশরুম নেই, নামেজের স্থান নেই, বেঞ্চের সংকট আছে, মেইন গেটটি বড় করা দরকার। পরে নাশতা শেষে আড্ডা ও ফটোসেশন হয়। এরপর উপস্থিত সকলকে উপহার দেওয়া হয়। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় সবার মধ্যে অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হয় এসময়। আন্দঘন পরিবেশে সবাই কুশল বিনিময় করেন।
প্রাক্তন কয়েকজন শিক্ষার্থী জানান, সমাজসেবা উন্নয়নমূলক কমিটি আছে, স্বাস্থ্যসেবা, রক্তদান কর্মসূচিও আছে। ছোট থেকে বড় পর্যায় পর্যন্ত নানা ধরনের কার্যক্রম রয়েছে। তবে মূল উদ্দেশ্য হচ্ছে, সব ঐতিহ্যবাহী পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাতার নিচে থাকা।
Leave a Reply