এপেক্স হোল্ডিংসের শ্রমিকদের সকল দাবি মেনে নিল মালিকপক্ষ
মোঃ মজনু আহমেদ জীবন, কালিয়াকৈর(গাজীপুর)
প্রকাশিত :
মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ এলাকায় হাজিরা বোনাস বৃদ্ধি সহ আরো ২ টি দাবিতে গত (২৭ অক্টোবর) শনিবার দুপুরের কর্মবিরতিতে যান এপেক্স ল্যানজারীর শ্রমিকরা এ সময় কারখান কতৃপক্ষ তাদের বুঝিয়ে কারখনা ছুটি ঘোষনা করে। কিন্তু বহিরাগত একদল অশৃংখল মানুষ কারখানার সামনে স্লোগান দিতে থাকে এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে সাধারণ শ্রমিকদের মাঝে, পরে পুলিশ সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর শ্রমিকদের সকল দাবি মেনে নেন কারখানা কতৃপক্ষ। দাবি সমূহ, কারখানা কতৃপক্ষ জানায় , হাজিরা বোনাস মাসে ৮২৫ টাকা করা হয়েছে এবং সে ক্ষেত্রে পূর্বের ন্যায় ছুটি নিলেও হাজিরা বোনাস পাবে শ্রমিকরা যা গত সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ থেকে কার্যকর হবে, গত সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ এর বর্ধিত হাজিরা বোনাস ২২৫ টাকা অক্টোবর ২০২৪ ইং তারিখের বেতন এর সাথে প্রদান করা হবে। রাত্রিকালীন ভাতা ২০ টাকা থেকে ১০০ টাকা করা হয়েছে। রাত ১০ টা পযন্ত কাজ করলে টিফিন হিসাবে ১টি কলা , ১টি ডেনিস এর সাথে ১টি করে ডিম দেওয়া হবে এবং রাত ১২টা পযন্ত কাজ করলে ২টি কলা, ১টি ডেনিস এর সাথে ৩ টি ডিম দেওয়া হবে। সকল শ্রমিক দের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়।
Leave a Reply