1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮৮ জন, মেয়র পদে ৭, কাউন্সিলর ৬৫, নারী কাউন্সিলর ১৬ - দৈনিক আমার সময়

উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮৮ জন, মেয়র পদে ৭, কাউন্সিলর ৬৫, নারী কাউন্সিলর ১৬

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১৭ মে, ২০২৩
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল  ১৬ মে মঙ্গলবার মনোনয়নপত্র জমাদানের শেষদিনে ৮৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত নারী কাউন্সিলরের ৪  ওয়ার্ডে ১৬ জন এবং ১২ টি সাধারণ ওয়ার্ডে ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এস তথ্য নিশ্চিত করেছেন,’কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদত হোসেন।’ তিনি বলেন, গতকাল মঙ্গলবার ৮৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৮ মে যাচাই বাছাই এবং ২৫মে প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ মে এবং আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মেয়র পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: মাহাবুবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদ, জোসনা হক, জগদীশ বড়ুয়া, আল যুবায়ের চৌধুরী, সরওয়ার কামাল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: জাহেদুর রহমানসহ ৭ জন।
সাধারণ কাউন্সিলর পদে ৬৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১ নং ওয়ার্ডে থেকে ৭ জন হলেন, জাহিদুল ইসলাম, মো: রিয়াজ উদ্দিন, মোস্তাক আহমেদ, আক্তার কামাল আজাদ, মো: আতিক উল্লাহ, রাহামত উল্লাহ, আবদুল মান্নান। ২ নং ওয়ার্ড থেকে ৫ জন হলেন, এম জাফর আলম হেলালী, মো: সাহাব উদ্দিন, শাহেদুল আলম, ফাতেমা শারমিন ও মিজানুর রহমান। ৩ নং ওয়ার্ড থেকে ৬ জন হলেন, আবুল হোসেন, করিম উল্লাহ, মিঠুন কান্তি দাশ, আমিনুল ইসলাম, আবু আদনান ও মোহাম্মদ আমিনুল ইসলাম। ৪ নং ওয়ার্ড থেকে ৯ জন হলেন, আবদু গফ্ফার, মো: আবদুল মাজেদ, এহেছান উল্লাহ, মিজানুল করিম, মো: দিদারুল ইসলাম, আব্দুল্লা আল মামুন রিয়াদ, শামশুল আলম, ওমর ফারুক ও সিরাজুল হক। ৫ নং ওয়ার্ড থেকে ৫ জন হলেন, সাহাব উদ্দিন, মামুনুর রশিদ, মো: তাহের আলম, গোলাম আরিফ লিটন, ও মোহাম্মদ জীবন। ৬ নং ওয়ার্ড থেকে ৬ জন হলেন, মো: জাবেদ মোস্তফা, ফজল করিম, মো: রিয়াজ মোর্শেদ, ওমর ফারুক, মোহাম্মদ শাহজাহান ও মো: জসিম উদ্দিন। ৭ নং ওয়ার্ড থেকে ৬ জন হলেন, ওসমান সরওয়ার টিপু, শামশুল আলম, আশরাফুল হুদা সিদ্দিকী জামসেদ, মো: সাফায়াত কামাল ( সৌরভ), মো: জাহেদুল হক ও জাফর আলম। ৮ নং ওয়ার্ড থেকে ৪ জন হলেন, খোরশেদ আলম চৌধুরী, বেলাল হোসেন, রাজবিহারী দাশ ও উজ্জ্বল কর। ৯ নং ওয়ার্ড থেকে  ৪ জন হলেন,  জাহেদুল ইসলাম জাহেদ, মো: হেলাল উদ্দিন ও আবু ওয়ায়েদ্দীন নাছের। ১০ নং ওয়ার্ড থেকে ২ জন হলেন,  সালাউদ্দিন ও আবছার কামাল। ১১ নং ওয়ার্ড থেকে ৭ জন হলেন, নুর মোহাম্মদ, মো: সেলিম রেজা, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মো: শফিউল আলম, রিদুয়ান রশিদ ও মো: মহিন উদ্দিন এবং ১২ নং ওয়ার্ড থেকে ৫ জন হলেন, এম এ মনজুর,  মো: এনামুল কবির, শামীম আহামদ, মো: শহিদুল ইসলাম শহিদ ও দিদারুল করিম।
অন্যদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। গত মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ ওয়ার্ডে ১৬ জন। তারা হলেন, ১ নং ওয়ার্ড থেকে ২ জন শাহেনা আক্তার ও ফাতেমা বেগম। ২ নং ওয়ার্ড থেকে ৬ জন হলেন, ইয়াছিন আক্তার, রোকেয়া আক্তার কেয়া, জেসমিন আকতার, হেলেনাজ তাহেরা, সাবেকুন্নাহার ও চম্পা উদ্দিন। ৩ নং ওয়ার্ড থেকে ৬ জন হলেন, মমতাজ বেগম, সুমা দাশ৷ রোমেনা আফাজ, জাহেদা আক্তার, ছালেহা আক্তার, ও শাহিনা আকতার শাহিন এবং ৪ নং ওয়ার্ড থেকে ২ জন হলেন, কোহিনুর ইসলাম ও নাছিমা আকতার।
পৌর নির্বাচনে এবার ৪৩ টি কেন্দ্রে ২৪৫টি কক্ষে ভোট দেবেন ৯৫ হাজার ৩৮৬ ভোটার।
তথ্য মতে, ২০১৮ সালের ২৫ জুলাই কক্সবাজার পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল ভোটে মেয়র হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। তিনি দল থেকেই মনোনয়ন চাইলেই’ও দল তাঁকে মনোনয়ন দেননি। তার পরিবর্তে মনোনয়ন দেওয়া হয় জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুর রহমান চৌধুরীকে।
এদিকে সকাল বিকেল কিংবা রাত পর্যন্ত শহরের গলি থেকে শুরু রাস্তা-ঘাট সব জায়গায় প্রার্থীদের সরব প্রচারনা লক্ষ্য করা গেছে। ভোটারদের ধারে ধারে প্রার্থীরা দিচ্ছেন নির্বাচনের নানা প্রতিশ্রুতি। যাকে নির্বাচনী ওয়াদাও বলা হয়। প্রতিটি ওয়ার্ডে প্রচারনার পাশাপাশি চলছে বৈঠকের পর বৈঠক। ভোটারদের বাড়ির পাশাপাশি মসজিদ, মন্দির, গীর্জায়ও নিজেদের অবস্থান নিয়ে চালাচ্ছেন প্রচারনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com