বিএনপি’র পদযাত্রার নামে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যে প্রতিহত করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচী অনুযায়ী আগামী ১৮ জুলাই “শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা” সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, উখিয়া উপজেলা শাখার আয়োজিত জরুরী সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজারের উখিয়াতে উপজেলা আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্টিত হয়েছে। বিএনপি’র পদযাত্রার নামে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যে প্রতিহত করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচী আগামী ১৮ জুলাই “শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা” সফল করার লক্ষ্যে রাজাপালং ইউনিয়ন পরিষদ হলরুমে সন্ধ্যা ৭ টায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জরুরী সভা উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, সভার শুরুতে কোরআন তেলোয়াত, ত্রিপিটক ও গীতা থেকে পাঠ করা হয়।
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্না পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা’র সঞ্চালনার মধ্য দিয়ে, উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জমির উদ্দিন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ জাকের, সহ-সভাপতি রিয়াজুল হক রিয়াজ, লিয়াকত আলী বাবুল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কাজি আকতার উদ্দিন টুনু, সাংগঠনিক সম্পাদক মুজিবুর হক আজাদ, সাংগঠনিক সম্পাদক এম এ মনজুর, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রবীন্দ্র দাশ রবি, উখিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল হক খাঁন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক রতন দে, সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকামনা সম্পাদক আবুল ফজল মেম্বার, উখিয়া উপজেলা যুব মহিলা লীগ নেত্রী খুরশিদা বেগম মেম্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী।
বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক এডভোকেট এটি এম রশিদ, রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসহাব উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মেম্বার, সাধারণ সম্পাদক মোশাররফ সিকদার, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজল কাদের চৌধুরী (ভূট্রো), সাধারণ সম্পাদক শুক্কুর মেম্বার, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ জাহান কাজল, সাধারণ সম্পাদক সাহজান সাজু। আরো বক্তব্যে রাখেন উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক তারেক হোসেন মানিক, যুগ্ন আহ্বায়ক মোঃ ইব্রাহিম, যুগ্ন আহ্বায়ক সালাহউদ্দিন, যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম নিশা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, উপজেলা মৎস্য জীবী লীগের সভাপতি আলমগীর ফরহাদ মানিক সহ অনেকেই।
সভায় সভাপতির বক্তব্যে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করার জন্য, বিএনপি’র পদযাত্রা নামে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টি করছে তা প্রতিহত করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচী “শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা” সফল করার জন্য উখিয়া উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ।
আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র- চক্রান্তের জাল ছিন্ন করে দুর্বার গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলছেন। ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করে আমরা এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কাজ করে যাব। তাই আগামী ১৮ জুলাই বিএনপি’র পদযাত্রা নামে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টির প্রতিহত করার লক্ষ্যে
জরুরী সভা উপলক্ষে উখিয়া উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সংগঠন সম্মিলিতভাবে সর্বোচ্চ লোক জমায়েত করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চক্রান্তকারীদের দেখিয়ে দিবো, আওয়ামী লীগ এখনো মাঠেই আছে,থাকবে।
Leave a Reply