1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এলজিইডির উপসহকারি  প্রকৌশলী নিহত - দৈনিক আমার সময়

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এলজিইডির উপসহকারি  প্রকৌশলী নিহত

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
কক্সবাজারের উখিয়ায় বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে সিএনজি অটোরিক্সা। এতে নিহত হয়েছে উখিয়া এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো.জুহুরুল হক, এসময়
 তিনি সিএনজি অটোরিক্সা করে যাত্রী হিসেবে যাচ্ছিলিছেন।
তিনি কক্সবাজার জেলা এলজিইডি অধীনস্থ উখিয়া উপজেলা এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টার দিকে উখিয়া-টেকনাফ সড়কের রাজাপালং হিজলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, টেকনাফ থেকে দ্রুতগামী যাত্রীবাহী সমুদ্রতরী পরিবহনের একটি বাস বিপরীত থেকে যাওয়া সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় ওই অটোরিক্সা। ধাক্কায় সিএনজি অটোরিক্সার চালকসহ ৫ জন যাত্রীই আহত হয়।
পরে তাদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার জুহুরুল হককে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিচয় নিশ্চিত করে উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আহত ৪ জনকেই কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে এলজিইডির উপসহকারী প্রকৌশলীর মৃত্যুতে এলজিইডির পরিবারে শোকের চাঁয়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com