1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উখিয়ায় র‌্যাবের অভিযানে অপহরণ ও মানবপাচার মামলার দুই আসামী গ্রেফতার  - দৈনিক আমার সময়

উখিয়ায় র‌্যাবের অভিযানে অপহরণ ও মানবপাচার মামলার দুই আসামী গ্রেফতার 

আখতার হোসেন হিরু,টেকনাফ (কক্সবাজার) 
    প্রকাশিত : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
কক্সবাজারের উখিয়া থানাধীন রেজুখাল এলাকা থেকে অপহরণ ও মানবপাচার মামলার এজাহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করেছে  র‌্যাব-১৫।
গ্রেফতারকৃত আসামিরা হলেন,টেকনাফ বাহারছড়া ইউনিয়নের
হাজম পাড়ার মৃত সালেহ আহাম্মদের সমশু (৩৫) এবং একই ইউনিয়নের কচ্ছপিয়ার জকির আহমদের ছেলে শফিআরা (৩০)।
কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী
গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টেকনাফ থানার মামলা নং ৪/৫৫৮, তাং ০৩/০৭/২০২৩, ধারা-২০১২ সালের মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ৭/৮ তৎসহ ৩৮৫ পেনাল কোড ১৮৬০ মোতাবেক এজাহারনামীয় আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার বিশেষ গোয়েন্দা নজরদারী ও তৎপরতা অব্যাহত রাখে। একপর্যায়ে র‌্যাব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার এজাহারনামীয় ২ ও ৩নং আসামী উখিয়া থানাধীন রেজুখাল এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১৫, সদর কোম্পানী একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ২নং আসামী এবং এজাহারনামীয় ৩নং আসামীকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট মামলার এজাহারনামীয় পলাতক আসামী বলে স্বীকার করে। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে পূর্বের মামলায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com