কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার (৯ অক্টোবর) ভোরে ২ নম্বর ক্যাম্প ও ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক এই ঘটনা ঘটে। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুই রোহিঙ্গা হলেন ২ নম্বর ক্যাম্পের বাসিন্দা ছানা উল্যাহ (২৭) ও ৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা আহম্মদ হোসেন (৩৬)।
এ বিষয়ে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গভীর রাতে ৭ নম্বর ক্যাম্পে ১৫-১৬ জন সন্ত্রাসী একটি চায়ের দোকানে গুলি চালায়। এতে আহম্মদ হোসেন নিহত হন। অপরদিকে ভোরে ২ নম্বর ক্যাম্পে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী মাহমুদুল হকের বসতঘরের সামনে গুলি করে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে ছানা উল্যাহ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
ওসি আরও বলেন, এক ঘণ্টার ব্যবধানে এ গুলির ঘটনা ঘটে। নিহত দুজনের বুক, পেট এবং কোমরে গুলির চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান উখিয়া মডেল থানা পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply