1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উখিয়ায় বহুল প্রতীক্ষিত স্মার্ট কার্ড বিতরণকালে অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা: মো.ইউনুস আলী - দৈনিক আমার সময়

উখিয়ায় বহুল প্রতীক্ষিত স্মার্ট কার্ড বিতরণকালে অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা: মো.ইউনুস আলী

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
২০১৬ সালের ৩ অক্টোবর দেশে বিতরণ শুরু হওয়ার ৭ বছর পর কক্সবাজারের উখিয়ার ১ লাখ ১২ হাজার ভোটার পেতে যাচ্ছেন নাগরিকদের জন্য বহুল প্রতীক্ষিত
উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড)।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে , উখিয়া উপজেলা অডিটোরিয়ামে ২০০৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভোটার হওয়া উপজেলার ৫ ইউনিয়নের নাগরিকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, ২৫ স্তরের নিরাপত্তা বিশিষ্ট অত্যাধুনিক এই পরিচয়পত্র ব্যবহার করে ২২ টি গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ করতে পারবেন নাগরিকেরা।
স্মার্ট বাংলাদেশ বির্নিমানে স্মার্ট নাগরিক হতে হলে এই পরিচয়পত্রের বিকল্প কোন নেই।
এসময় দশজন স্থানীয় নাগরিকদের মাঝে স্মার্ট কার্ড তুলে দেওয়ার মাধ্যমে মাসব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা
এস এম শাহাদাত হোসেন,
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রথমদিনে রাজাপালং ইউনিয়নের ভোটার এলাকা ঘিলাতলী (১৮১৮) এর ১০৮৯ জন নারী ও পুরুষদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ইরফান উদ্দীন বলেন, ২৩ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত রাজাপালং সদর ইউনিয়ন এর ২৭টি ভোটার এলাকার ৩২৩৬৭ জন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড হস্তান্তর করা হবে।
নির্ধারিত ভেন্যুতে গিয়ে আঙ্গুল ছাপ প্রদানের মাধ্যমে ভোটাররা স্মার্ট কার্ড গ্রহণ করতে পারবেন উল্লেখ করে তিনি আরও জানান, পর্যায়ক্রমে উপজেলার বাকি চার ইউনিয়নের ভোটারদেরকেও এই  স্মার্ট কার্ড দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com