কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ূন কবির চৌধুরী হুমু আর নেই (ইন্নালিল্লাহি—- রাজিউন)। আজ সকাল দশটায় তিনি ঢাকার পিজি হাসপাতালে ইন্তেকাল করেন।
ঢাকা থেকে মরহুমের স্ত্রী শামীমা কবির লাকি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মরহুম হুমু উপজেলার ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়ার বীর মুক্তিযোদ্ধা মরহুম মাস্টার ছৈয়দুল আলম চৌধুরীর ২য় সন্তান ।
গত ৩০ আগষ্ট তিনি ব্রেইন স্ট্রোক করেন।
২৫ শে সেপ্টেম্বর থেকে তিনি ঢাকার বিভিন্ন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।
ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ জানান, মরহুম জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগের প্রাক্তন শীর্ষ নেতা ছিলেন।
আগামীকাল ১ লা নভেম্বর সকাল ১১ টায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে।
Leave a Reply