কক্সবাজারের ঈদগড়ের গহীন পাহাড়ে অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেয়েছে র্যাব। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামাদিসহ সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত ঈদগড় ইউনিয়নের তেলখোলা পাইন্ন্যাসা গহীন পাহাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তির নাম আনোয়ার হোসেন। তিনি ঈদগড় ইউনিয়নের করলিয়া বাসিন্দা।
লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, ঈদগড় ইউনিয়নের তেলখোলা পাইন্ন্যাসা গহীন পাহাড়ে তাবু টাঙ্গানো অবস্থায় একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। কারখানাটিতে তল্লাশি করা হয়।
অভিযানে দেশিয় তৈরি দুটি বন্দুক, ৬০টি গুলি, গুলির খালি খোসা, ১৫টি শিসা, একটি ছেনি, একটি হাতুড়ি, একটি বাইশ, দুটি রেত, একটি প্লাস, পাঁচটি সুপার গ্লু গাম, ৫০ গ্রাম বারুদ ও ১৫০ টি বিয়ারিং বল পাওয়া যায়।
কর্নেল সাজ্জাদ বলেন, পলাতক সদস্যদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে রামু থানায় মামলা করা হয়েছে।
Leave a Reply