ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪৪ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাসসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকা থকে মাইক্রোবাস তল্লাশি করে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আশুগঞ্জ থানার এসআই মোঃ হারুন মিয়া সঙ্গীয় ফোর্সসহ আশুগঞ্জ থানাধীন চরচারতলা সাকিনস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তল্লাশি করে মো: আবুল বাশার (৩৫), পিতা- মো: আব্দুল সাত্তার গাজী, সাং- গুলিশখালী, থানা- আমতলী, জেলা- বরগুনা।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযান করেছিল পুলিশ। এ সময় একটি মাইক্রোবাস তল্লাশি করে ৪৪ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় সাথে মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply