♦কক্সবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ শ্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি হয়েছে।
রোববার ২২ অক্টোবর সকালে শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, সিভিল সার্জন অফিস প্রতিনিধি ডা. রাজিয়া আফরোজ, বিআরটি কক্সবাজার সার্কেল সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী ও মোটরযান পরিদর্শক মোঃ মামুনুর রশীদ।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট রনজিত দাশ, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা সভাপতি শফিকুল ইসলাম কালু, নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলার পক্ষে জসিম উদ্দিন কিশোর, মোয়াজ্জেম হোসাইন সাকিল ও মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর মোঃ নুরুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে সড়ক জনপদ বিভাগের প্রতিনিধি, সড়ক পরিবহন সংগঠক ও বিভিন্ন শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত উপস্থিত ছিলেন।
Leave a Reply