নিয়মনীতি উপেক্ষা করে শরীয়তপুর জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি পদ দখল করেছেন। উপজেলা থেকে দেয়া প্রস্তাবনায় তান নাম না থাকলেও, তিনি এই পদে অধিষ্ঠিত হয়েছেন, যা এলাকাবাসীর মধ্যে চাঞ্চলের সৃষ্টি সহ অন্যান্য প্রার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, শেখ হাসিনা সরকার পতনের পর ২০ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি ভেঙে দেয়। নতুন নিয়ম অনুযায়ী, জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।
এ নির্দেশনা অনুযায়ী, জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডি গঠনের জন্য আবেদন আহ্বান করা হয়। কিন্তু বজলুর রশিদ শিকদার নিয়ম না মেনে বিএনপির কিছু নেতার সুপারিশে সভাপতি পদে অধিষ্ঠিত হয়েছেন বলে জানিয়েছেন স্বয়ং বজলুর রশিদ সিকদার নিজেই। তিনি আরো জানান, আমি সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলরের বরাবর আবেদন করেছি। তাছাড়া আমার বিষয়ে মিয়া নুরুদ্দিন অপু সহ বিএনপির কয়েকজন সিনিয়র নেতারা সুপারিশ করেছেন, তাই আমি সভাপতি হতে পেরেছি।
এ বিষয়ে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশান্ত কুমার বাড়ৈর বক্তব্য পাওয়া যায়নি।
জাজিরা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা বলেন, আমরা তিন জনের নাম প্রস্তাবনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পাঠিয়েছি। প্রস্তাবনা পাঠানোর কয়েক দিন পরেই জানতে পারি বজলুর রশিদ শিকদারের নামে কমিটি ঘোষণা করা হয়েছে, বিষয়টি কোথা থেকে কিভাবে করেছে তা আমার অজানা। তবে বিষয়টির খোঁজখবর নেয়া হচ্ছে।
Leave a Reply