1. : admin :
অবরোধে মাঠে নেই বিএনপি জামায়াত, তাদের বিরুদ্ধে মাঠে শক্ত অবস্থানে আওয়ামী লীগ- যুবলীগ  - দৈনিক আমার সময়

অবরোধে মাঠে নেই বিএনপি জামায়াত, তাদের বিরুদ্ধে মাঠে শক্ত অবস্থানে আওয়ামী লীগ- যুবলীগ 

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
বিএনপি ও জামায়াতের ডাকা তিনদিনের অবরোধ চলছে। তবে কক্সবাজার বাসটার্মিনাল, বার্মিজ মার্কেট ও প্রধান সড়কের কোথাও বিএনপি-জামায়াতের পিকেটিং বা তাদের কোনো নেতাকর্মীকে সকাল থেকে এ পর্যন্ত মাঠে দেখা যায়নি।
তাদের এ অবরোধের সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, তাঁতীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকেই কক্সবাজার জেলা আওয়ামী লীগের নির্দেশে কক্সবাজার পৌর যুবলীগের সভাপতি ডালিম বড়ুয়া ও সাধারণ সম্পাদক শাহেদ এমরানের নেতৃত্বে যুবলীগের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা শহরের বার্মিজ মার্কেট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দৈনিক দৈনন্দিন পত্রিকার সম্পাদক জননেতা রাশেদুল ইসলামের নেতৃত্বে জেলা তাঁতীলীগের সভাপতি আরিফুল মাওলা, যুবলীগের সিনিয়র নেতা জাহিদ ইফতেখার জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, পৌর যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের প্রধান সড়ক বার্মিজ মার্কেট এলাকায় শক্ত অবস্থান নিয়ে দফায় দফায় মিছিল সহকারে পথসভা করেছে।
অপরদিকে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে র‌্যাব-১৫ ও বিজিবির বিভিন্ন টিম, জেলা পুলিশসহ থানা পুলিশের একাধিক টিম
শহরের বিভিন্ন পয়েন্ট এলাকায় অবস্থান নিয়েছে।
কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল কম দেখা যায়। তবে শহরে চলছে প্রতিদিনের মত যানবাহন চলাছল স্বাভাবিক রয়েছে৷
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী, রামু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের দেওয়ান,
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম কবির,
চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ,
পেকুয়া থানায় অফিসার ইনচার্জ ওমর হায়দার দৈনিক আমার সময় ও দৈনিক  দৈনন্দিনকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে আমরা শক্ত অবস্থানে আছি। যে কেউ আগুন সন্ত্রাস, গাড়ি ভাংচুর, নাশকতা,  মানুষের জান মালের কোন ক্ষতি স্বাধন করলে আমরা তাদের কোঠের হস্তে দমন করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com