নরসিংদী জেলা বেলাবো উপজেলার বেলাব পাইলট মর্ডান সরকারি মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অনয় চন্দ্র মোদক হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকাবাসী।
মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয়ের সামনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে মানববন্ধন করে সহকারী কমিশনার ভূমি মোঃ আল আমিন হালদার এর নিকট স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে প্রধান শিক্ষক বাবু প্রবীর কুমার ঘোষ,সহকারী শিক্ষক আমিরুল এহসানসহ অনেকে বক্তব্য রাখেন।প্রধান শিক্ষক বলেন,অনয় চন্দ্র মোদককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।আমরা সুুষ্ঠ তদন্তের মাধ্যমে সু বিচার দাবি করছি।
Leave a Reply